Peform Umrah without Umrah Visa_ উমরা পালনে ভিসা লাগবে না

নতুন খবর হচ্ছে ‘এখন থেকে উমরাহ করতে যেতে উমরাহ ভিসা লাগবে না’। খবরে আরো জানা যায়, যদি কেউ উমরাহ ভিসা করতে চান তাহলে অনলাইনে নিজে নিজেই আবেদন করে ই-ভিসা পেতে পারেন। আশা করছি আমাদের মত আপনার কাছেও খবরটি পৌঁছেছে। খবরটির সত্যতা জানার জন্য অনেকেই আমাদের সথে সরাসরি কথা বলেছেন। 

প্রথম কথা হচ্ছে খবরটি সত্য। সংবাদের দুটি অংশ (1) ভিসা ছাড়াই উমরাহ করতে পারা  (2) নিজে নিজেই উমরাহ ভিসার আবেদন করা। 

কথা হলো, যে কেউ কী এই সুবিধা পাবেন? প্রথম অংশের উত্তর হচ্ছে – না সবাই এর সুবিধা পাবেন না। কয়েকটি শর্ত পূরণ করতে পারলেই উমরাহ ভিসা ছাড়াই উমরাহ পালন করা যাবে। শর্তসমূহ- (ক) যাদের আমেরিকা, ইংল্যান্ড কিংবা সেনজেন ভিসা রয়েছে (খ) সৌদি আরবের কোন বিমান সংস্থার টিকিট ক্রয় করতে হবে (গ) এই ক্যাটাগরির ব্যক্তি 96 ঘণ্টার ট্রানজিট ভিসা পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে তিনি উমরাহ করে তাঁর মূল গন্তব্যে চলে যাবেন। 

 

দ্বিতীয় অংশের উত্তর হচ্ছে- এখন পর্যন্ত এই সুবিধাটা বাংলাদেশ থেকে কেউ করতে পারছে না। (04 অক্টোবর 2023 তারিখ পর্যন্ত)