
মাত্র 40 হাজার টাকায় উমরাহ প্যাকেজ
রাত 10 টার দিকে ফোন বেজে উঠল…
সেপ্টেম্বরের 2023 এর শেষ দিকে দশম দক্ষিণ এশিয়ার ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হয়ে গেল। মেলায় অংশগ্রহণকারী একটি ট্রাভেল এজেন্ট 40 হাজার টাকায় উমরাহ প্যাকেজ ঘোষণা করে প্রচারপত্র বিলি করছেন, গ্রাহকদের সাথে কথা বলছেন আবার কারো কারোর সাথে কথা কাটাকাটিও হচ্ছে। ঘটনাক্রমে আমি মেলা উদ্বোধনের দিন সকাল থেকেই উপস্থিত। যেহেতু দীর্ঘদিন যাবত ট্রাভেল ট্রেডে কাজ করছি, তাই আমি তাদের অফার দেখেই বুঝেছি তারা কী বুঝাতে চেয়েছেন। যে কোন সচেতন ট্রাভেলারা-ও বুঝতে পারবেন।
কি আছে 40 হাজার টাকার উমরাহ প্যাকেজে?
মক্কা 4 দিন এবং মদিনায় 3 দিনসহ মোট 7 দিনের হোটেল এবং যাতায়াত খরচ। অবশ্যই 4 জন হতে হবে এবং তাদেরকে একরুমেই অবস্থান করতে হবে। এই হিসাবে ভিসা এবং এয়ার টিকিট ছাড়া এই খরচ নির্ধারণ করা হয়েছে। হিসাব সহজ কিন্তু উপস্থাপন ছিল অস্পষ্ট।
হুজুগে বাঙালী বলে একটি প্রবাদ আছে, তারই প্রতিফলন দেখা গেছে এই 40 হাজার টাকার উমরাহ প্যাকেজে।
আশা করি আমাদের পাঠকগণ কিছুটা বুঝতে পেরেছেন। যদি আরও কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের পেইজে জানাতে পারেন অথবা সরাসরি ফোন কিংবা ইমেইল করতে পারেন। আমাদের উমরাহ এক্সপার্টগণ চেষ্টা করবেন দ্রুততম সময়ের মধ্যে উমরাহ সংক্রান্ত প্রশ্নের যথাযথ উত্তর দিতে।
আলহামদুলিল্লাহ প্রতিমাসে আমাদের উমরাহ গ্রুপের ধারাবাহিকতায় আগামী 26 নভেম্বর 2023 আমাদের পরবর্তী গ্রুপ উমরাহ-তে যাচ্ছেন ইনশাআল্লাহ। পরিকল্পনা থাকলে যুক্ত হতে পারেন আমাদের এই গ্রুপে অথবা অন্য মাসের গ্রুপে। যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন- 01705401060, 01733391826